রাজবাড়ীতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ ধরার অপরাধে নিষেধাজ্ঞার গত ৪ঠা অক্টোবর থেকে গতকাল ২৩শে অক্টোবর পর্যন্ত ২১দিনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ কোটি ১৬ লাখ ৮৬ হাজার টাকার জাল পুড়িয়ে ধ্বংস করে হয়েছে। সেই সাথে ১৬৪ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহাবুব-উল হক জানান, জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, সরকারী কর্তৃক নিষেধাজ্ঞা অনুযায়ী গত ৪ঠা অক্টোবর থেকে নদীতে সকল প্রকার মাছ ধরা বন্ধ রয়েছে। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে অনেক অসাধু জেলে ও মৌসুমি জেলেরা মা ইলিশ শিকার করলে তাদেরকে আটক করে জেল জরিমানা করা হচ্ছে।
গত ৪ঠা অক্টোবর থেকে গতকাল ২৩শে অক্টোবর বিকেল ৩টা পর্যন্ত ১৫৯টি অভিযানে ৫২টি মোবাইল কোর্ট করা হয়েছে। এ সময় ১০৪৮ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। ২৬ লক্ষ ৭২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য ৫ কোটি ১৬ লক্ষ ৮৬ হাজার টাকা। এছাড়াও ১৬৪ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। ২২ জনের নামে নিয়মিত মামলা দায়ের এবং অভিযানে আটককৃত নৌকা নিলামে বিক্রি করে ৯৭ হাজার টাকা সরকারী কোষাগারে জমা দেওয়া হয়েছে। এছাড়াও জেলেদের ১ লক্ষ ২২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব উল হক জানান, সরকার কর্তৃক নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে মৎস্য বিভাগ, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনসহ আইন-শৃঙ্খলা বাহিনী অভিযানের শেষ সময় পর্যন্ত নদীতে থাকবে।


