রাজবাড়ী জেলা তথ্য অফিসের আয়োজনে “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় ২০২৫-২০২৬ অর্থ বছরের ২য় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর-২০২৫) জিওবি খাতের ২টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৩শে অক্টোবর সকাল ১০টায় ১ম উঠান বৈঠকটি সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের মোঃ মালেক মোল্লার বাড়ির উঠানে এবং দ্বিতীয় উঠান বৈঠকটি দুপুর ১২ টায় দাদশী ইউনিয়নের পাকুরিয়াকান্দা গ্রামের মোঃ আবু বকর সিদ্দিকের বাড়ির উঠানে অনুষ্ঠিত হয়।
তারুণ্যনির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে এই উঠান বৈঠকে বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসার রেখা ইসলাম।
উঠান বৈঠকে বৈষম্যহীন জাতি গঠন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ, গুজব ,বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধি, যৌতুকের ভয়াবহতা, ইভিটিজিং, পরিস্কার পরিচ্ছন্নতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, মাদকাসক্তি প্রতিরোধ, শিশুর জন্ম নিবন্ধনের গুরুত্ব ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ বিষয়ে অবহিত করা হয়। টিকার রেজিস্ট্রেশনসহ যাবতীয় বিষয়ে উপস্থিত সকলকে অবহিত করা হয়।
উঠান বৈঠকে ভিডিও কলের মাধ্যমে ঢাকার গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক(প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন বক্তব্য রাখেন।



