রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ২৩শে অক্টোবর বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অক্টোবর মাসের উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা’র সভাপতিত্বে সভায় পাংশার এসিল্যান্ড মোঃ আমিনুল ইসলাম, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ এবাদত হোসেন, বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান সজিব হোসেন, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান, বাবুপাড়া ইউপির চেয়ারম্যান ইমান আলী সরদার, পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এবিএম ওয়াহিদুজ্জামান, পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক একেএম মনোয়ারুল ইসলাম, পাংশা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, মৃগী শহীদ দিয়ানত ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম জাহাঙ্গীর, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান রাজা, পাংশা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ সুলতান মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ইমরান খান ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুক্তা পারভীন প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় সমন্বিত প্রচেষ্টায় পাংশা উপজেলার আইন-শৃংখলা পরিস্থিতি সমুন্নত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। বিভিন্ন ইউপির চেয়ারম্যানগণ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকসহ উপজেলা আইন-শৃংখলা কমিটির সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।



