ঢাকা শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫
বিএনপি ক্ষমতায় এলে পদ্মা ব্যারেজ ও দৌলতদিয়া দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হবে----খৈয়ম
  • আবুল হোসেন/মইনুল হক মৃধা
  • ২০২৫-১০-২৪ ০৮:৩০:৩০

 বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন আগামী নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলে পদ্মা ব্যারেজ ও দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হবে।

 গতকাল ২৩শে অক্টোবর রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে দৌলতদিয়ায় বিএনপি’র আয়োজনে বিশাল জনসভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
 সভায় জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
 সভায় সভাপতিত্ব করেন দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মোহন মন্ডল। বিকাল ৩টায় শুরু হওয়া জনসভায় কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে।
 দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী খানের সঞ্চালনায় জনসভায় রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ নঈম আনসারী, যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ(অবঃ) এবিএম মঞ্জুরুল আলম দুলাল, যুগ্ম আহ্বায়ক আকমল হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কে.এ সবুর শাহিন, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব মোঃ নাজিরুল ইসলাম তিতাস ও দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান উদ্দীন আহম্মেদ সহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
 জনসভায় সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, রাজবাড়ী ও গোয়ালন্দ উপজেলা তথা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের জন্য দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু এবং রাজবাড়ীতে পদ্মা ব্যারেজ নির্মাণ করার জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছি। কিন্তু ফ্যাসিস্ট সরকার দীর্ঘ ১৭ বছরে আমাদের এ অঞ্চলের উন্নয়নের প্রতি কোন নজর দেয়নি।
 দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এখন সময় এসেছে আমাদের অধিকারগুলো বাস্তবায়ন করার। এ জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জন্য কাজ করতে হবে। আমি বিশ্বাস করি বিএনপি ক্ষমতায় আসলে রাজবাড়ীতে দ্বিতীয় পদ্মা সেতু, পদ্মা ব্যারেজ, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, রেলওয়ে ওয়ার্কশপসহ এ অঞ্চলের গণমানুষের উন্নয়নে সকল দাবি-দাওয়া পূরণ হবে।
 তিনি আরো বলেন, আমার শৈশব কাল থেকে শুরু করে কৈশর কাল গোয়ালন্দে কেটেছে। বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমাদের অনেক নেতাকর্মীকে হত্যা করেছে। আমাদের বহু নেতা কর্মীকে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করেছে। গোয়ালন্দের রেলকে রক্ষা করতে আমরা বহু আন্দোলন করেছি, সেই আন্দোলন আওয়ামী লীগ করে নাই। রেলকে রক্ষা করতে হবে এ আন্দোলন আওয়ামী লীগ আসে নাই। আমরা পদ্মা সেতুর জন্য আন্দোলন করে বলেছি পদ্মা সেতু হলে এই জেলার উন্নয়ন হবে। পদ্মা সেতু নানা কারণে ওই দিকে চলে গেল। খুলনা, বরিশাল বিভাগের চাপে আমরা এখানে পদ্মা সেতু করতে পারি নাই। কিন্তু আমরা বুঝি আজও বুঝি পদ্মা সেতু আমাদের এখানে করা দরকার। পদ্মা সেতু না হলে এই এলাকায় উন্নয়ন হবে না, এ এলাকা আরো দরিদ্র হবে। কিছুদিন আগে আমরা ঢাকায় একটি সেমিনার করেছি, গতকালও আমি ঢাকায় একটি মিটিং করলাম, আমরা পদ্মা ব্যারেজ ও পদ্মা সেতু নির্মাণ কমিটি করেছি। সবাই আমরা লিখেছি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস তিনি আমাদের চিঠির কারণে, আমাদের সেমিনারের কারণে, নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে পদ্মা ব্যারেজ এখানেই হবে। এটা হলে রাজবাড়ী বদলে যাবে। এর বাইরে আমরা বলেছি পদ্মা সেতু করতে হবে। মাওয়া হয়েছে আমাদের দুঃখ নাই। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দুইবার ঘোষণা দিয়েছেন পদ্মা সেতু আমাদের হবে শুধু আমাদের একসঙ্গে থাকতে হবে। সেতু হলে আপনারা ঢাকাতে যেতে হবে যেতে পারবেন এক দেড় ঘন্টায়। রেলের সংযোগ হবে। এই দৌলতদিয়ার মাটি সোনায় পরিণত হবে। এ কাজ আমাদের করতে হবে এজন্য আমরা কাজ করছি। 
 আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আমার গোয়ালন্দের, দৌলতদিয়ার মেয়েরা যায় ঢাকায় পড়াশোনা করতে, আমরা গোয়ালন্দে একটি বিশ্ববিদ্যালয় করব।
 তিনি অভিযোগ করেন, “গত ১৬ বছরে নদী রক্ষার নামে শত শত কোটি টাকা লুটপাট হয়েছে। ফারাক্কা বাঁধের কারণে শুষ্ক মৌসুমে নদী শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়, আবার বর্ষায় অতিরিক্ত পানি ছাড়লে ভয়াবহ বন্যা দেখা দেয়। বাংলাদেশের নদীর উপর কোনো নিয়ন্ত্রণ নেই, পুরো নিয়ন্ত্রণ ভারতের হাতে।”
 খৈয়ম বলেন, তিনি এ বিষয়ে বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন। তারেক রহমান আশ্বাস দিয়েছেন, বিএনপি ক্ষমতায় গেলে দৌলতদিয়ায় নির্মাণ করা হবে দ্বিতীয় পদ্মা সেতু ও পাংশায় পদ্মা ব্যারেজ কালুখালীতে সেনানিবাসের স্থগিত হওয়া প্রকল্পটি পূনরায় চালু করা হবে।  
 তিনি বলেন, “তারেক রহমানের দেওয়া ৩১ দফা রূপরেখায় জনগণের অর্থনৈতিক মুক্তি, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও নদী ব্যবস্থাপনা পুনর্গঠনের বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ আছে। এই রূপরেখা বাস্তবায়িত হলে রাজবাড়ীসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চল হবে উন্নয়নের মডেল। দৌলতদিয়া ঘাট দিয়ে শুরু হবে উন্নয়নের প্রথম ধাপ। 
 খৈয়ম আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বেই দেশে পুনরায় গণতন্ত্র, উন্নয়ন ও স্বচ্ছ শাসন প্রতিষ্ঠিত হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতুসহ সব প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্ভব হবে।
 স্থানীয় প্রসঙ্গে তিনি বলেন, আমাকে অনেকেই অনেকে কিছু বলে, আমি কিছু মনে করি না, আপনাদের দোয়া নিয়ে আমি কয়দিন আগে আল্লাহর দরবারে গিয়েছিলাম, আমাদের পবিত্র মক্কা ও মদিনা শরীফে গেছি, সেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ(সাঃ) এর রওজা জিয়ারত করেছি, সেখানে আমি সবার জন্য দোয়া করেছি। আপনাদের জন্য আমার হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়েছি। আপনারা আমার পাশে থাকবেন। আমি চিরদিন আপনাদের পাশে থাকতে চাই।

বিএনপি ক্ষমতায় এলে পদ্মা ব্যারেজ ও দৌলতদিয়া দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হবে----খৈয়ম
 রাজবাড়ীতে একদিনে ২৮ লক্ষ টাকার জাল  ধ্বংস॥৫৭ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
বালিয়াকান্দি জামালপুর বাজারে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ