ঢাকা শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫
রাজবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালী ও আলোচনা সভা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-১০-২২ ১৫:৫২:০৯

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে সম্পদ ও জীবনের ক্ষতি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গতকাল ২২শে অক্টোবর সকালে রাজবাড়ী কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ রাজবাড়ী সার্কেলের যৌথ আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার বক্তব্য রাখেন।
 সিনিয়র সহকারী কমিশনার লিজা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) শহিদুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ রহমত আলী ও রাজবাড়ী সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী কুমারেশ বিশ্বাস।
 আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন রাজবাড়ী বিআরটিএ সার্কেলের মোটরযান পরিদর্শক লিটন কুমার দত্ত।
 অন্যান্যের মধ্যে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল খালেক, নিরাপদ সড়ক চাই রাজবাড়ী জেলা শাখার সভাপতি কাজী আব্দুল শহীদ, রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের সহ-সভাপতি মুরাদ হাসান, রাজবাড়ী জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান হাসান ও পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি রমজান আলী প্রমূখ বক্তব্য রাখেন।
 আলোচনা সভায় বিআরটি রাজবাড়ী সার্কেল, নিরাপদ সড়ক চাই, সড়ক পরিবহন মালিক গ্রুপ, ট্রাক মালিক সমিতি, পরিবহন শ্রমিক ইউনিয়ন ও গণমাধ্যমকর্মী সহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।
 বক্তারা বলেন, সড়ককে নিরাপদ করতে সকলকে সচেতন হতে হবে। বিশেষ করে পথচারী যানবাহনের চালকসহ সড়ক ব্যবহারকারীদের সতর্ক হতে হবে। সড়কে চলাচলের সময় সকলকে আইন মেনে সতর্কভাবে যাতায়েত করতে হবে। সড়ক সংশ্লিষ্ট সকল সাইন মেনে সড়কে চলতে হবে। সেই সাথে লাইসেন্স ছাড়া চালক ও ফিটনেস বিহীন যানবাহনের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করার দাবি জানান।
 প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, সড়কে চলতে হলে সকলকে সড়কের আইন মেনে চলতে হবে। চলাচলের ক্ষেত্রে উভয়কেই সচেতন থাকতে হবে। যারা চালক রয়েছেন তাদেরকে যথেষ্ট প্রশিক্ষিত হবে হবে। প্রশিক্ষণ ছাড়া কোন চালককে সড়কে নামানো ঠিক হবে না। এছাড়াও যারা পরিবহনের মালিক রয়েছে তাদেরকে তার যানবাহনের ফিটনেস ঠিক রেখে সড়কে নামাতে হবে।
 তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনায় কেউ নিহত বা আহত হলে বিআরটিএ ট্রাষ্টি বোর্ড থেকে সে আর্থিক সহায়তা পাবে। সড়ক দুর্ঘটনায় পতিত হবার ৩০ দিনের মধ্যে একটি নির্ধারিত ফর্মে এই আবেদনটা করতে হবে। বিআরটিএ ট্রাষ্টি বোর্ড থেকে নিহতদের ৫ লক্ষ, পঙ্গুত্ববরণকারীদের ৩ লক্ষ টাকা এবং আহতদের ১ লক্ষ টাকা দেওয়া হয়। এ বিষয়টিও প্রচার করতে হবে।
 এ সময় দুর্ঘটনা মুক্ত নিরাপদ সড়ক গড়ে তুলতে প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে আরো সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করার উপর গুরুত্বারোপ করেন। 
 আলোচনা সভা ৩জন মোটর সাইকেল আরোহীকে হেলমেট উপহার দেওয়া হয়।
 এর আগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের আম্রকানন চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।

 

রাজবাড়ীতে ২১দিনের অভিযানে ৫ কোটি টাকার জাল ধ্বংস॥১৬৪ জেলের বিভিন্ন মেয়াদী কারাদন্ড
 নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
 রাজবাড়ীতে তথ্য অফিসের আয়োজনে পৃথক দুইটি উঠান বৈঠক অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ