ঢাকা শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫
মূলঘরে সরকারী হালট দখল করে ভবন নির্মাণ বন্ধ করলেন এসিল্যান্ড
  • আশিকুর রহমান
  • ২০২৫-১০-২২ ১৫:৫০:২১

 রাজবাড়ীতে সরকারী হালট দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে প্রভাবশালী এক ব্যক্তির বিরুদ্ধে। এতে যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়ে ২০টি পরিবার। প্রতিকার চেয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীরা।  
 সরেজমিন তদন্তে হালট দখল করে ভবন নির্মাণের সত্যতা পেয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে সদর উপজেলা প্রশাসন। 
 গতকাল ২২শে অক্টোবর দুপুরে সদর উপজেলার পূর্ব মূলঘর গ্রামে সরেজমিন তদন্তে গিয়ে জমি পরিমাপ করেন সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পায়রা চৌধুরী। এ সময় হালট দখল করে ভবন নির্মাণের সত্যতা পেয়ে অভিযুক্ত রাজ্জাক মোল্লাকে সরকারী হালটের ওপর ভবন নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দেন তিনি।
 এর আগে গত ১৯শে অক্টোবর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন এলাকাবাসী।
 স্থানীয় মালেক মোল্লা জানান, সরকারী হালটের ওপর দিয়ে নির্মিত ১৪ ফুট প্রস্থের মাটির এ রাস্তাটি শত বছরের পুরানো। সরকারী এ রাস্তা দিয়ে ২০টি পরিবারের শতাধিক মানুষ যাতায়াত করেন। সম্প্রতি রাস্তার মাথায় অন্তত দেড় শতাংশ জমি দখল করে ভবন নির্মাণের কাজ শুরু করেন একই গ্রামের রাজ্জাক মোল্লা। যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন চলাচলকারীরা। প্রতিকার চেয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন তারা। 
 গতকাল ২২শে অক্টোবর দুপুরে সরেজমিন তদন্তে হালট দখল করে ভবন নির্মাণের সত্যতা পেয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পায়রা চৌধুরী। এতে তারা অনেক খুশি।  
 সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পায়রা চৌধুরী বলেন, সরকারী হালট দখল করে ভবন নির্মাণের অভিযোগ পেয়ে আমি সরেজমিনে গিয়ে ভূমি অফিসের সার্ভেয়ার দিয়ে জমি পরিমাপ করি। এতে হালট দখল করে ভবন নির্মাণের সত্যতা পাওয়া যায়। হালটের সীমানা নির্ধারণ করে সীমানা পিলার স্থাপনের পাশাপাশি অভিযুক্ত রাজ্জাক মোল্লাকে সরকারী হালটের ওপর ভবন নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। তিনি নির্দেশনা না মানলে তার বিরুদ্ধে আইনগতভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

ফরিদপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতকরণে গণশুনানী অনুষ্ঠানে সিভিল সার্জন
রাজবাড়ীতে ২১দিনের অভিযানে ৫ কোটি টাকার জাল ধ্বংস॥১৬৪ জেলের বিভিন্ন মেয়াদী কারাদন্ড
 নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ