জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে যশোর সেনানিবাসের উদ্যোগে গতকাল ১৬ই আগস্ট করোনা উপদ্রুত সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিশেষ মেডিকেল ক্যাম্পের মাধ্যমে গরীব-অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে দিনব্যাপী এই মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করেন।
যশোর সেনানিবাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ৫৫ পদাতিক ডিভিশন ডিভিশনের জিওসি ও যশোর এরিয়ার কমান্ডারে নির্দেশনায় বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে বৃহত্তর যশোর অঞ্চলের করোনা উপদ্রুত বিভিন্ন এলাকায় এই বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনার মাধ্যমে গরীব-অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে।
এছাড়াও করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিধি মেনে গণপরিবহন চলাচল তদারকি, মাইকিংয়ের মাধ্যমে নিয়মিত হাত ধোয়া, মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে উৎসাহিতকরণ, ত্রাণ বিতরণের পাশাপাশি ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার বেড়ী বাঁধ মেরামতের কাজ এগিয়ে নেয়াসহ বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনা সদস্যরা।