ঢাকা মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫
পাংশার ৩টি খাবারের হোটেলকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-১০-১৮ ১৪:৫৪:১২

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরদার বাসস্ট্যান্ড এলাকার ৩টি খাবারের হোটেলের মালিককে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

  গতকাল ১৮ই অক্টোবর অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, নিষিদ্ধ দ্রব্য মেশানো ও যথাযথভাবে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় সরদার বাসস্ট্যান্ড এলাকার বিসমিল্লাহ হোটেলের মালিককে ৪ হাজার টাকা, জিল্লু হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডারের মালিককে ৫হাজার টাকা এবং ফজলে রাব্বী হোটেলের মালিককে ২হাজার টাকা জরিমানা করা হয়।

  পাংশা উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।

পবিত্র আশুরা উপলক্ষে রাজবাড়ীতে আঞ্জুমান-ই-কাদেরীয়ার শোক মিছিল
পাংশা উপজেলায় জামায়াতে ইসলামীর সমাবেশ অনুষ্ঠিত
যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দৌলতদিয়ায় পবিত্র আশুরা পালিত
সর্বশেষ সংবাদ