ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
পাংশার ৩টি খাবারের হোটেলকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-১০-১৮ ১৪:৫৪:১২

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরদার বাসস্ট্যান্ড এলাকার ৩টি খাবারের হোটেলের মালিককে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

  গতকাল ১৮ই অক্টোবর অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, নিষিদ্ধ দ্রব্য মেশানো ও যথাযথভাবে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় সরদার বাসস্ট্যান্ড এলাকার বিসমিল্লাহ হোটেলের মালিককে ৪ হাজার টাকা, জিল্লু হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডারের মালিককে ৫হাজার টাকা এবং ফজলে রাব্বী হোটেলের মালিককে ২হাজার টাকা জরিমানা করা হয়।

  পাংশা উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।

ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
আমরা সনাতনী যুবক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সর্বশেষ সংবাদ