ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
পাংশায় জাতীয় শোক দিবস উপলক্ষে যুব ঋণের বিতরণ
  • মোক্তার হোসেন
  • ২০২০-০৮-১৬ ১৬:৫৪:৩২
পাংশায় গত শনিবার জাতীয় শোক দিবস উপলক্ষে যুব ঋণের চেক বিতরণ করেন অতিথিবৃন্দ -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা যুব উন্নয়ন দপ্তরের উদ্যোগে গত শনিবার স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ উপলক্ষে যুবঋণের চেক বিতরণ করা হয়। বিভিন্ন ট্রেডে ৭জন যুব ও যুবমহিলার মাঝে মোট ৩ লাখ ৩৫ হাজার টাকার যুব ঋণ বিতরণ করা হয়।
  পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন, এসিল্যান্ড নুজহাত তাসনীম আওন ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চাঁদ আলী খান উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস।

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ