কয়েকদিন আগের বৃষ্টির পানিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ায় কৃষকরা বিপাকে পড়েছে।
তাদের হাড়ভাঙ্গা পরিশ্রমের শত শত একর জমির বেগুন, পেঁয়াজ, শসা, শাক-সবজি, টমেটোসহ বিভিন্ন ফসল এখন পানির নীচে। তলিয়ে যাওয়া ফসল রক্ষা করতে অনেক কৃষক ক্ষেতের পানি নিষ্কাশন করছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, পদ্মা নদীর তীরবর্তী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া, দেবগ্রাম ও উজানচর ইউনিয়নে অনেক জমি জেগে উঠেছে। জেগে ওঠা জমিতে কৃষকরা আগাম ফসল উৎপাদন করার জন্য ব্যস্ত সময় পার করছে। অনেকে জমি প্রস্তুত করে পেঁয়াজ, টমেটো, বেগুন, শাক-সবজি লাগিয়েছে। অনেক কৃষক এরই মধ্যে আগাম সবজি বাজারে বিক্রি করতে শুরু করেছে। কিন্তু এ অবস্থায় কয়েকদিন আগের ভারি বৃষ্টিতে পদ্মা পাড়ের শত শত একর জমির ফসল পানিতে ডুবে যাওয়ায় তারা বিপাকে পড়েছে।
দৌলতদিয়ার সোবহান শেখ নামে এক কৃষক বলেন, আমাদের হাড়ভাঙ্গা পরিশ্রমের ফসল পানির নীচে ডুবে গেছে। এতে আমাদের অনেক ক্ষতি হয়ে গেল। পুনরায় এই ফসল চাষ করতে ২৫/৩০ দিন পিছনে পড়ে গেলাম। এই জমিতে চাষ করতে পারলেও আর লাভের মুখ দেখতে পারবো না। বরং অনেক লোকসান গুনতে হবে। কিভাবে পাওনাদারদের দেনা পরিশোধ করবো সেই দুশ্চিন্তায় রয়েছি।
উজানচরের কৃষক মোজাফফর সরদার বলেন, বেশী দামে সার ও বীজ কিনে আগাম পেঁয়াজ লাগিয়েছিলাম। কিন্তু সেই ক্ষেত এখন পানির নীচে। বড় ধরনের আর্থিক ক্ষতি হয়ে গেল আমাদের।
দেবগ্রামের কৃষক আব্দুল আজিজ বলেন, আমরা কৃষি কাজের উপর নির্ভরশীল। হাজার প্রতিকূলতার মাঝেও কৃষি কাজ করে যাচ্ছি। এবার ৩ বিঘা জমিতে টমেটো ও ২ বিঘা জমিতে বেগুনের আবাদ করেছিলাম। তার মধ্যে বৃষ্টির পানিতে ৩ বিঘার ফসল ডুবে গেছে। মাসখানেক পরেই ফসলগুলো বাজারে বিক্রি করা যেত। এতে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে পড়লাম।
গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খোকনউজ্জামান বলেন, অসময়ে বৃষ্টির পানি বৃদ্ধি পাচ্ছে। নীচু এলাকায় এখনও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে গোয়ালন্দ উপজেলার বেশ কয়েকটি গ্রামের ফসলী জমি তলিয়ে গেছে। এখনও ক্ষতির পরিমাণ নির্ণয় করা জয়নি। জরীপ চলছে।