ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
গোয়ালন্দ ঘাট থানা পুলিশের পৃথক অভিযানে মাদক পাচারকারী ও ধর্ষকসহ ১৪ জন গ্রেপ্তার
  • মইনুল হক মৃধা
  • ২০২২-১০-২৬ ১৪:১৩:৩১

রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের পৃথক অভিযানে মাদক পাচারকারী ও ধর্ষকসহ ১৪ জন গ্রেফতার হয়েছে।
  গত ২৫শে অক্টোবর রাতে থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ঢাকাগামী দর্শনা ডিলাক্স নামের একটি বাস থেকে ২০ বোতল ফেন্সিডিলসহ পাচারকারী সাতক্ষীরা জেলার মহেষপুর থানার মদনপুর গ্রামের নজরুল মন্ডলের ছেলে একরামুল মন্ডল(২৬), শিশু ধর্ষণ মামলার আসামী গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়া তেছের মাতব্বর পাড়া গ্রামের মৃত আব্দুল খাঁর ছেলে সিরাজ খাঁ(৬০), এছাড়া সাজাপ্রাপ্ত ২জন এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টের ১০ জনকে গ্রেফতার করা হয়। 
  গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গ্রেফতারকৃতদের গতকাল ২৬শে অক্টোবর আদালতে সোপর্দ করা হয়েছে।

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ