ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ‘মুক্তিযোদ্ধা অফিস’ উদ্বোধন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৮-১৭ ১৫:১৮:১৩
পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে গতকাল ১৭ই আগস্ট সকালে ‘মুক্তিযোদ্ধা অফিস’ উদ্বোধন করা হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে গতকাল ১৭ই আগস্ট সকালে ‘মুক্তিযোদ্ধা অফিস’ উদ্বোধন করা হয়েছে। 
  পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার উপজেলা নির্বাহী অফিসার কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে ভিডিও কলের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম আনুষ্ঠানিকভাবে এই মুক্তিযোদ্ধা অফিস উদ্বোধন করেন। 
  অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া, বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা মডেল থানার ওসি মোঃ শাহাদত হোসেন, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দন বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চাঁদ আলী খান, জেলা পরিষদের সদস্য উত্তম কুমার কুন্ডুসহ মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। 
  অনুষ্ঠানে পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। 

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ