ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আড়াই ঘন্টা ফেরী চলাচল বন্ধ
  • আবুল হোসেন
  • ২০২২-১০-২৯ ১৪:৩৩:০৬

ঘন কুয়াশার কারণে গতকাল ২৯শে অক্টোবর ভোর সোয়া ৫টার দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটের ফেরী চলাচল বন্ধ করে দেয়া হয়। 

  পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে আড়াই ঘণ্টা পর সকাল পৌনে ৮টার দিকে ফেরী চলাচল চালু করা হয়। বন্ধ থাকার সময় দৌলতদিয়া প্রান্তে ৪টি ও পাটুরিয়া প্রান্তে ৭টি ফেরী নোঙর করে রাখা হয়। 

  বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ সালাহ উদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরী চলাচল বন্ধ রাখা হয়। বর্তমানে এই রুটে ১১টি ফেরী দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। 

রাজবাড়ীর ২নং রেলগেট এলাকায় লাইনচ্যুত মালবাহী ট্রেন  উদ্ধার॥চলাচল স্বাভাবিক
তীব্র দাবদাহে রাজবাড়ীতে পথচারীদের পানি ও খাবার স্যালাইন দিল এসএমসি
রাজবাড়ী-গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
সর্বশেষ সংবাদ