ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
বালিয়াকান্দিতে ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-১১-০২ ১৪:২১:২০

নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব ও ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ মোস্তফা ফারুক গতকাল ২রা নভেম্বর বেলা ১১টার দিকে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদে ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন। 
  এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, বালিয়াকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নিজাম উদ্দীন আহমেদ ও জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 
  পরিদর্শনকালে নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব ও ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ মোস্তফা ফারুক নতুন ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা সঠিক ও নির্ভুল তথ্য দিয়ে ভোটার হবেন। তাহলে আপনারাই উপকৃত হবেন। এছাড়াও তিনি উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন। পরে তিনি বালিয়াকান্দি উপজেলা নির্বাচন অফিস পরিদর্শন করেন। 

 

বালিয়াকান্দির চাঞ্চল্যকর সালমা হত্যাকান্ডের একমাত্র আসামী আরিফ সাভার থেকে গ্রেপ্তার
কলিমহরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত
পাংশা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ