নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব ও ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ মোস্তফা ফারুক গতকাল ২রা নভেম্বর বেলা ১১টার দিকে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদে ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, বালিয়াকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নিজাম উদ্দীন আহমেদ ও জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব ও ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ মোস্তফা ফারুক নতুন ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা সঠিক ও নির্ভুল তথ্য দিয়ে ভোটার হবেন। তাহলে আপনারাই উপকৃত হবেন। এছাড়াও তিনি উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন। পরে তিনি বালিয়াকান্দি উপজেলা নির্বাচন অফিস পরিদর্শন করেন।