ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
পাংশা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
  • মোক্তার হোসেন
  • ২০২৪-১২-২০ ১৩:৩৯:৫২

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে সরাসরি বিভিন্ন ইউনিয়নের দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়ছে।

 জানা যায়, গত ১৮ ও ১৯শে ডিসেম্বর রাতে পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা’র নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপজেলার হাবাসপুর, বাহাদুরপুর, যশাই ও মাছপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে ২৫০টি দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন।

 এ সময় পাংশার এসিল্যান্ড মোঃ মাসুদুর রহমান রুবেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মোঃ আসলাম হোসেন ও উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা’র সঙ্গে উপস্থিত ছিলেন।

 পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ প্রাপ্ত ২৫০টি কম্বল দুস্থ শীতার্ত পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে পর্যায়ক্রমে সকল ইউনিয়নে দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হবে।

 
বালিয়াকান্দির চাঞ্চল্যকর সালমা হত্যাকান্ডের একমাত্র আসামী আরিফ সাভার থেকে গ্রেপ্তার
কলিমহরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত
পাংশা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ