ঢাকা সোমবার, জানুয়ারী ৬, ২০২৫
পাংশার নাওরা বনগ্রাম বারো পল্লী মহাশ্মশানে মহানাম যজ্ঞানুষ্ঠান পরিদর্শনে বিশিষ্ট জনেরা
  • মোক্তার হোসেন
  • ২০২৪-১২-২০ ১৩:৩৯:১৪

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা ইউপির নাওরা বনগ্রাম বারো পল্লী মহাশ্মশানে ২৪ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান গতকাল ২০শে ডিসেম্বর সন্ধ্যায় বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিগণ পরিদর্শন করেন। গত ১৯শে ডিসেম্বর থেকে মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে।

 গতকাল শুক্রবার কর্মসূচির দ্বিতীয় দিনে এডভোকেট মোঃ আক্কাস আলী, এডভোকেট মোঃ আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু ও মোঃ রেজাউল করিম (হুমায়ুন মাষ্টার) সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরা মহানাম যজ্ঞানুষ্ঠান পরিদর্শন করেন।

 মহানাম যজ্ঞানুষ্ঠানের সভাপতি তেজেন্দ্রনাথ মন্ডল, সহ-সভাপতি বিধান চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক পংকজ কুমার সরকার, সহ-সাধারণ সম্পাদক নরেন্দ্রনাথ মন্ডল ও ধর্মীয় সম্পাদক নরেশ চন্দ্র ভাদুরী (গোরাচাঁদ)সহ আয়োজক কমিটির সদস্যরা অতিথিবৃন্দকে অভ্যর্থনা জানায়।

 মহানাম যজ্ঞানুষ্ঠানে সনাতন ধর্মের বহু নারী-পুরুষ ভক্তরা মহানাম সংকীর্তন উপভোগ করছেন। অতিথি আপ্যায়নসহ ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ। মহানাম যজ্ঞানুষ্ঠান ঘিরে সেখানে মেলা বসেছে।

 ৬টি দল মহানাম যজ্ঞানুষ্ঠানে মহানাম সংকীর্তন পরিবেশন করছে। আগামী ২২শে ডিসেম্বর মহাপ্রভুর ভোগরাগ কর্মসূচির মধ্য দিয়ে মহানাম যজ্ঞানুষ্ঠান শেষ হবে।

 

 কালুখালীতে বজ্রপাত ও পানিতে ডুবে নিহত ৩ পরিবারকে আর্থিক সহায়তার চেক বিতরণ
 দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৯ ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক
 গোয়ালন্দে চর পাঁচুরিয়ায় গলায় ফাঁস নিয়ে ১ব্যক্তির আত্মহত্যা
সর্বশেষ সংবাদ