রাজবাড়ী জেলার পাংশায় জনপ্রতিনিধিদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ে অবহিতকরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে গতহকাল ৩রা নভেম্বর বেলা ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই অবহিতকরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলী মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োসহ পৌরসভা ও ইউনিয়ন পরিষদগুলোর জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নিরাপদ খাদ্য বিষয়ে অংশগ্রহণকারীদের অবহিত করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান এবং একই বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।