ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
গোয়ালন্দের পুলিশের অভিযানে হেরোইনসহ বিক্রেতা ও ১৪ মামলার পলাতক আসামী গ্রেফতার
  • মইনুল হক মৃধা
  • ২০২২-১১-০৩ ১৪:৩০:১৫

রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের পৃথক অভিযানে গত ২রা নভেম্বর রাতে ২ গ্রাম ওজনের হেরোইনসহ (পলিথিনের ছোট ছোট পুরিয়া করা) এক মাদক বিক্রেতা ও ১৪ মামলার পলাতক ১জন আসামী গ্রেফতার হয়েছে। 

  গ্রেফতারকৃতরা হলো- রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের কাঁচরন্দ গ্রামের আলতাফ সরদারের ছেলে দেলোয়ার সরদার(৩১) এবং গোয়ালন্দ পৌরসভার বিজয় বাবুর পাড়া গ্রামের মৃত কেসমত মোল্লার ছেলে আশিক মোল্লা(২৮)। তাদের মধ্যে দেলোয়ার সরদারকে গোয়ালন্দ উপজেলার চর বরাট ভাঙ্গার মোড় এলাকা থেকে এবং পৃথক অভিযানে ১৪ মামলার পলাতক আসামী আশিক মোল্লাকে গ্রেফতার করা হয়।

  গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, হেরোইনসহ গ্রেফতারকৃতের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল ৩রা নভেম্বর দু’জনকেই আদালতে সোপর্দ করা হয়।

বালিয়াকান্দির চাঞ্চল্যকর সালমা হত্যাকান্ডের একমাত্র আসামী আরিফ সাভার থেকে গ্রেপ্তার
কলিমহরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত
পাংশা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ