ফরিদপুরে বিএনপির বিভাগীয় মহাসমাবেশকে কেন্দ্র করে রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে চলছে পুলিশের তল্লাশী। অধিকতর নিরাপত্তার জন্য এই তল্লাশী বলে পুলিশের পক্ষ থেকে দাবী করা হয়েছে।
গতকাল ১১ই নভেম্বর দুপুরের পর থেকে রাজবাড়ীর বিভিন্ন সড়ক, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক ও ঢাকা-খুলনা মহাসড়ক এলাকায় এসব চেকপোস্ট বসানো হয়েছে। এসব রাস্তায় চলাচলকারীরা বলেন, সন্দেহজনক মোটর সাইকেল, প্রাইভেট কার, ট্রাক, মাহেন্দ্র ও ইজিবাইকে পুলিশ তল্লাশী করছে।
বালিয়াকান্দি-মধুখালী আঞ্চলিক সড়কে চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন যানবাহনে তল্লাশী করতে দেখা যায় বালিয়াকান্দি থানা পুলিশকে। থানার এসআই রাজিবুল ইসলাম বলেন, আমারা নিরাপত্তার স্বার্থে কাজ করছি। এমন চেকপোস্ট মাঝে-মধ্যেই বসানো হয়। তবে এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে এমন চেকপোস্ট কিনা, এর উত্তরে তিনি বলেন, প্রশ্নই ওঠে না।
জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবু বলেন, চেকপোস্টে আমাদের নেতাকর্মীদের আটক বা গ্রেফতার করা না হলেও সরকারের পক্ষ থেকে নানাভাবে হয়রানী করা হচ্ছে।
রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, পুলিশের দায়িত্বই হলো নিরাপত্তা নিয়ে কাজ করা। জেলার প্রবেশপথগুলোতে সন্দেহজনক ব্যক্তি, যানবাহনগুলোকে তল্লাশী করা হচ্ছে। আমরা কাউকে হয়রানী করার জন্য কিছু করছি না।