ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
কালুখালীর বোয়ালিয়ায় আগুনে ৩টি বসতবাড়ীর ক্ষতি উপজেলা চেয়ারম্যানের ঘটনাস্থল পরিদর্শন
  • মনির হোসেন
  • ২০২০-০৮-১৯ ১৪:৪৩:২৫
কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউপির পাইকারা বাসস্ট্যান্ডের পাশে অগ্নিকান্ডে খবর পেয়ে গতকাল ১৯শে আগস্ট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পাইকারা বাসস্ট্যান্ডের পাশে অগ্নিকান্ডে ৩টি বসতবাড়ী ক্ষতিগ্রস্ত হয়েছে।  
  গতকাল ১৯শে আগস্ট দুপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে পাংশা উপজেলা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সমস্ত মালামালসহ বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। 
  খবর পেয়ে কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হালিমা বেগম ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা ক্ষতিগ্রস্তদের সরকারী সহায়তার আশ্বাস দেন।  

 

পাংশা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত নির্বাচনী ব্রিফিং
পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম
বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে গোয়ালন্দ ঘাট থানায় ভূক্তভোগীদের অভিযোগ
সর্বশেষ সংবাদ