রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর কোল ঘেষে জেগে উঠা ধু ধু বালু চর এখন সবুজ ফসলে ঘেরা।
চরাঞ্চলের নতুন পলি মাটিতে নানা ফসল উৎপাদন করতে বছরের প্রায় ৯ মাস ব্যস্ত সময় পার করে কৃষকরা। মাঠে ফসল উৎপাদনে কৃষকদের পাশাপাশি কৃষাণীরাও বড় ভূমিকা রাখছে। বীজ রোপণ, ধান-গম মাড়াই, সবজি তোলা, মাঠে ফসলের পরিচর্ষাসহ বিভিন্ন কৃষি কাজে তাদের রয়েছে সরব উপস্থিতি।
সরেজমিনে গোয়ালন্দ উপজেলার চরমজলিশপুর, চরকর্ণেশন, চরমহিদাপুরসহ চরাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শত শত বিঘা জমিতে শীতকালীন সবজিসহ নানা ধরনের ফসল উৎপাদন করছে কৃষকরা। তাদের কাজে সহযোগিতা করছে কৃষাণীরাও। যাদের নিজের জমি নেই তারা অন্যের জমিতে দিনমজুর হিসাবে কাজ করছে।
চর মজলিশপুরের কৃষাণী কমেলা বেগম(৪০)। দুই সন্তানের জননী। ভোরে ঘুম থেকে উঠে সংসারের দৈনন্দিন কাজ শেষ করে সন্তানদের স্কুলে পাঠানোর পর মাঠে গিয়ে স্বামীর সাথে কাজ করেন। এভাবেই প্রতিদিনই স্বামীর সাথে কৃষি কাজে সহযোগিতা করেন তিনি।
কমেলা বেগম বলেন, স্বামীর একা কাজে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। তাই আমি তাকে সহযোগিতা করি। চরের জমিতে টমেটো ও উস্তা চাষ করেছি। এখন উস্তা তুলে বাজারে বিক্রি করছি। প্রয়োজনের তাগিদেই পুরুষদের পাশাপাশি কৃষি কাজ করি। পরিবারের দৈনন্দিন কাজ করে কৃষি কাজ করতে হয়।
উজানচর ইউনিয়নের চরমহিদাপুরের মাঠে কর্মরত কৃষাণী রাশেদা বেগম বলেন, পুরুষ শ্রমিকদের পাশাপাশি নারী কৃষি শ্রমিকরা সকল কাজ করতে পারে। শুধু ভারী বোঝা বহন করতে পারে না। এ জন্য তাদেরকে পুরুষ শ্রমিকদের তুলনায় মজুরীও কম দেয়া হয়।
দিনমজুর নারী কৃষি শ্রমিক শাহেদা বেগম বলেন, নদী ভাঙনের কারণে সবকিছু হারিয়েছি। অর্থ কষ্টে জীবন-যাপন করতে হয়। তাই বাধ্য হয়ে পুরুষদের সাথে মাঠে কৃষি কাজ করছি। তবে পুরুষ কৃষি শ্রমিকদের তুলনায় আমাদেরকে মজুরী অনেক কম দেয়া হয়।
চরকর্ণেশনের কৃষাণী কদভানু বেগম বলেন, নদী ভাঙনের কারণে এখন কোনো জায়গা-জমি নেই। অন্যের জায়গা লিজ নিয়ে কোনো রকমে ঘর তুলে বসবাস করছি। সংসার চালানোর তাগিদে স্বামীর সাথে মাঠে কৃষি কাজ করতে হয়।
গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খোকনউজ্জামান জানান, নারী কৃষি শ্রমিকরা পুরুষদের সাথে তাল মিলিয়ে কাজ করেন। তবে তাদের মজুরী বৈষম্য রয়েছে। ভালো ফসল উৎপাদনে ভবিষ্যতে নারী কৃষি শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়া হবে।