ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
পাংশায় বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • মোক্তার হোসেন
  • ২০২২-১১-২২ ১৩:২৯:৫৩

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে গতকাল ২২শে নভেম্বর সকালে “এন্টিবায়োটিক ব্যবহারে সচেতন হই সকলে মিলে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ-২০২২ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
  পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মাদ হাসানাৎ আল মতিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় পাংশা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মাসুদুর রহমান রুবেল, পাংশা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষ, পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ তরুন কুমার পাল, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আল মামুন ও সাংবাদিক মোঃ মোক্তার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
  অনুষ্ঠানে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা বিষয়ক পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মাহির মোহতসিম। মতবিনিময় সভায় উপস্থাপনা করেন পাংশা উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ তৈয়বুর রহমান।
  বক্তারা ১৮-২৪শে নভেম্বর বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ-২০২২ উপলক্ষে বিস্তারিত আলোচনা করেন। কর্মসূচি বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
  মতবিনিময় অনুষ্ঠানে পাংশা উপজেলা শিক্ষা অফিসার কেএম নজরুল ইসলাম, পাংশা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ আলী বাদশা, প্রেসক্লাবের সহ-সভাপতি সেলিম মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক সৈকত শতদল, পাংশা হাসপাতালের মেডিকেল অফিসারবৃন্দ ও নার্সসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ