রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব গতকাল ২৩শে নভেম্বর দুপুরে সাওরাইল ইউনিয়নের চরপাতুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান নিশ্চিত করাসহ লেখাপড়ার মান উন্নয়নে বিভিন্ন পরামর্শ দেন। এ সময় ইউআরসির ইনস্ট্রাক্টর জহুরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হালিমা খাতুন, ম্যানেজিং কমিটির সভাপতি আবুল বাসার ও চরপাতুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ হায়দারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।