ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
বিশ্ব এইডস দিবস উপলক্ষ্যে দৌলতদিয়ায় র‌্যালী-আলোচনা
  • আবুল হোসেন
  • ২০২২-১২-০১ ১৩:২১:৪৩

বিশ্ব এইডস দিবস উপলক্ষ্যে রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

   পতিতাপল্লী সংলগ্ন এনজিও গণস্বাস্থ্য কেন্দ্র ও পায়াক্টের আয়োজনে গতকাল ১লা ডিসেম্বর বেলা ১১টার দিকে গণস্বাস্থ্য কেন্দ্রের কার্যালয় প্রাঙ্গণ থেকে প্রথমে র‌্যালী বের হয়ে আশপাশের এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর গণস্বাস্থ্য কেন্দ্রের কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। গণস্বাস্থ্য কেন্দ্রের আবাসিক চিকিৎসক সৌরভ কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও ফিল্ড এনিমেটর সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় পায়াক্টের প্রকল্প কর্মকর্তা মজিবুর রহমান জুয়েল, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ জুলফিকার আলী, সহকারী ব্যবস্থাপক বিকাশ চন্দ্র দত্ত, প্যারামেডিক  হারুন অর রশিদ, গোয়ালন্দ প্রেসক্লাবের সাবেক সভাপতি আসজাদ হোসেন আজু, সিনিয়র  সহ-সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম প্রমুখ বক্তব্য রাখেন। 

   বক্তাগণ বলেন, ইতিমধ্যে দৌলতদিয়া পতিতাপল্লীতে ২ জন যৌনকর্মীর এইডস রোগী শনাক্ত হয়েছে। এইডস রোগ থেকে বাঁচতে হলে সচেতন হতে হবে। যৌনকর্মীদের সাথে মিলনের সময় সঠিকভাবে কনডম ব্যবহার করতে হবে। অন্যের ব্যবহৃত সিরিঞ্জ, ব্লেড ব্যবহার করা যাবে না। 

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ