রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় “সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ১লা ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২২ উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। পাংশা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জানা যায়, গতকাল বৃস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা তহমিদা খানম, দুঃস্থ মাতৃকল্যাণ সংস্থার সভানেত্রী ও পাংশা পৌরসভার সাবেক কাউন্সিলর রাশিদা ইয়াসমীন, স্বপ্নচূড়া মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী শামীমা নাসরিন, চন্দনা মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী আলেয়া পারভীন, উদয়ন মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী রেহেনা রশিদ, আশ্রয়ন মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী রিফাত সুলতানা, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, দপ্তরের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী এবং স্বেচ্ছাসেবী মহিলা উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।