এবারও এসএসসি পরীক্ষায় রাজবাড়ী জেলার পাংশার এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ থেকে ৪২জন পরীক্ষার্থী জিপিএ-৫ লাভ করে উপজেলার মধ্যে শীর্ষস্থান অধিকার করেছে। সাফল্যের ধারা অব্যাহত রেখেছে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের শিক্ষার্থীরা। গত বছর এসএসসি পরীক্ষায় এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ থেকে ৫০জন পরীক্ষার্থী জিপিএ-৫ লাভ করে রাজবাড়ী জেলার মধ্যে শীর্ষস্থান অধিকার করে।
জানা যায়, গত ২৮শে নভেম্বর এসএসসি ও সমমনা পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। ফলাফলে পাংশা শহরের এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের শিক্ষার্থীরা এবারও শীর্ষস্থান অধিকারের দৃষ্টান্ত স্থাপন করে প্রতিষ্ঠানের সুনাম বয়ে এনেছে। এবছর এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ থেকে ১৬০জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ১৫৮জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৪২জন, পাসের হার ৯৮.৭৫%।
গতকাল ১লা ডিসেম্বর সকালে এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোতাহার হোসেন এক সাক্ষাৎকারে বলেন, এলাকায় শিক্ষার আলো বিকশিত করার লক্ষ্যে সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরীর নামে ১৯৮৫ সালে বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করে স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিরা। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যাপীঠ অত্র এলাকার মধ্যে শীর্ষস্থান অধিকার করে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান তিনি। একই সাথে সাফল্যের ধারা অব্যাহত রাখতে শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যদের পারস্পারিক সমন্বয়ের গুরুত্বারোপ করেন তিনি।
এদিকে, পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়- এবছর এসএসসিতে পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয় থেকে ১২১জন পরীক্ষায় অংশ নিয়ে ১১৫জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৩৭জন। বিএমডি উচ্চ বিদ্যালয় থেকে ৩৩জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩২জন, জিপিএ-৫ পেয়েছে ১জন। বাগদুলী উচ্চ বিদ্যালয় থেকে ১১২জন পরীক্ষায় অংশ নিয়ে ১১০জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১৩জন। বহলাডাঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে ৬৫জন পরীক্ষায় অংশ নিয়ে ৬১জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৫জন। হাবাসপুর কে.রাজ উচ্চ বিদ্যালয় থেকে ১৪৩জন পরীক্ষায় অংশ নিয়ে ১৩৯জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১৭জন। হাটবনগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে ৩৮জন পরীক্ষায় অংশ নিয়ে ৩৪জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১জন। হোসেনডাঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে ৬০জন পরীক্ষায় অংশ নিয়ে ৫৭জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৭জন। যশাই উচ্চ বিদ্যালয় থেকে ৯৪জন পরীক্ষায় অংশ নিয়ে ৮০জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৮জন। কাচারীপাড়া উচ্চ বিদ্যালয় থেকে ১০১জন পরীক্ষায় অংশ নিয়ে ৭৯জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৪জন। কলিমহর জহুরুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ৪৮জন পরীক্ষায় অংশ নিয়ে ৪১জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৫জন। কসবামাজাইল এএইচ উচ্চ বিদ্যালয় থেকে ১১৫জন পরীক্ষায় অংশ নিয়ে ১১৩জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১৪জন। কাজী আব্দুল মাজেদ একাডেমী থেকে ১শজন পরীক্ষায় অংশ নিয়ে ৯২জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৩০জন। মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ২৫৬ পরীক্ষায় অংশ নিয়ে ২৫১জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৩৩জন। মেঘনা হাই স্কুল থেকে ৪২জন পরীক্ষায় অংশ নিয়ে ৩৬জন পাস করেছে। নাদির হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৬২জন পরীক্ষায় অংশ নিয়ে ৫৯জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১৭জন। নাদুরিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ৮৫জন পরীক্ষায় অংশ নিয়ে ৮৩জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১১জন। নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ৩৯জন পরীক্ষায় অংশ নিয়ে ৩২জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ২জন। পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় থেকে ৭৬জন পরীক্ষায় অংশ নিয়ে ৭০জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৩০জন। পাট্টা জোনা উচ্চ বিদ্যালয় থেকে ৮৯জন পরীক্ষায় অংশ নিয়ে ৮৮জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১০জন। পুঁইজোর এজিএম উচ্চ বিদ্যালয় থেকে ৮৪জন পরীক্ষায় অংশ নিয়ে ৬৯জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ২জন। সরিষা প্রেমটিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ৭০জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৬৫জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৩জন। সাঁজুরিয়া জেহরা জেরীন উচ্চ বিদ্যালয় থেকে ৪৬জন পরীক্ষায় অংশ নিয়ে ৪৪জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ২জন। শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয় থেকে ৯২জন পরীক্ষায় অংশ নিয়ে ৮৯জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৯জন। সুজানগর মাধ্যমিক বিদ্যালয় থেকে ২৫জন পরীক্ষায় অংশ নিয়ে ১২জন পাস করেছে। উদয়পুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ৭৩জন পরীক্ষায় অংশ নিয়ে ৬৩জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১জন। গোপালপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয় থেকে ৫৮জন পরীক্ষায় অংশ নিয়ে ৫৩জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ২জন। পাটিকাবাড়ী মুহম্মদ আলী খান উচ্চ বিদ্যালয় থেকে ১০৩জন পরীক্ষায় অংশ নিয়ে ৮৫জন পাস করেছে, জিপিএ-২ পেয়েছে ২জন। কোলানগর একাডেমী থেকে ৮৫জন পরীক্ষায় অংশ নিয়ে ৮১জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৪জন। চরহরিণাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় থেকে ৫৩জন পরীক্ষায় অংশ নিয়ে ৪৪জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১জন। চরঝিকড়ী নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ২২জন পরীক্ষায় অংশ নিয়ে ২০জন পাস করেছে। আলহাজ্ব শাহাবুদ্দিন আহমদ আদর্শ একাডেমী থেকে ২৮জন পরীক্ষায় অংশ নিয়ে ২৩জন পাস করেছে, লুৎফর রহমান মেমোরিয়াল নিম্নমাধ্যমিক বিদ্যালয় থেকে ৪৫জন পরীক্ষায় অংশ নিয়ে ৩৬জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ২জন।
এদিকে, কোনো জিপিএ-৫ না পেয়ে শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে চরআফড়া উচ্চ বিদ্যালয় ও বনগ্রাম আতারুন্নেছা নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়। চরআফড়া উচ্চ বিদ্যালয় থেকে ২০জন পরীক্ষার্থী এসএসসিতে অংশ নিয়ে সকলেই পাস করেছে। এছাড়া বনগ্রাম আতারুন্নেছা নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ৯জন পরীক্ষার্থী এসএসসিতে অংশ নিয়ে সকলেই পাস করেছে।
এসএসসি (ভোকেশনাল) ঃ এবছর এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় পাংশা সরকারী জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে ১২১জন পরীক্ষায় অংশ নিয়ে ১১৮জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৬৭জন। মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ৪৬জন পরীক্ষায় অংশ নিয়ে ৪৪জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১৫জন। পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় থেকে ৬৭জন পরীক্ষায় অংশ নিয়ে ৬৪জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৩৩জন। কলিমহর জহুরুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৪৯জন পরীক্ষায় অংশ নিয়ে ১৪১জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৬৬জন। বহলাডাঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে ৬৯জন পরীক্ষায় অংশ নিয়ে ৬২জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৩জন।