ঢাকা বুধবার, জুলাই ১৬, ২০২৫
করোনা মোকাবেলায় কাজ করে চলেছে যশোর সেনানিবাসের সেনা সদস্যরা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৮-২২ ১৫:৪৩:০৫

করোনা মোকাবেলায় পেশাদারীত্ব, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের যশোর সেনানিবাসের সেনা সদস্যরা। 
  এরই ধারাবাহিকতায় অন্যান্য দিনের মতো গতকাল ২২শে আগস্টও তারা যশোর অঞ্চলের জেলাগুলোর বিভিন্ন স্থানে প্রকৃত দুস্থ-অসহায় মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এর পাশাপাশি মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্য বিধি মেনে চলাল ব্যাপারে তাদের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। 
  এছাড়াও জনসমাগম এড়াতে নজরদারী বৃদ্ধি, গণপরিবহন চলাচল তদারকি, মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ওষুধ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরার উপকূলীয় এলাকার বেড়ীবাঁধ মেরামতের কাজ দ্রুত গতিতে এগিয়ে নেয়াসহ বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছেন যশোর সেনানিবাসের সেনা সদস্যরা।

বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদের কমিটি পুনর্গঠন
চার দিনের রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য মমতাজ কারাগারে
সারাদেশের আদালতে হেল্পলাইন চালুর নির্দেশ
সর্বশেষ সংবাদ