ঢাকা মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
বিএনপি ও অঙ্গ সংগঠনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৭-১৫ ০৪:৫৮:৫৩

 গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজবাড়ী জেলা ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 গতকাল ১৪ই জুলাই বিকেলে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি শহরের পান্না চত্বর এলাকা প্রদক্ষিণ করে রেলগেট হয়ে বাজার ঘুরে আবার রেলগেট শহীদ স্মৃতি চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
 সমাবেশে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য-সচিব মোঃ শাহিনুর রহমান শাহিন, যুগ্ম আহ্বায়ক আসজাদ হোসেন আজাদ, রাসেল শেখ, আতিয়ার শিকদার আতিক, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামাণিক, সাধারণ সম্পাদক প্যারিস হোসেন, জেলা ছাত্রদলের সদস্য শরিফুল ইসলাম শরিফ, পাংশা পৌর ছাত্রদলের সভাপতি রাশেদ ও গোয়ালন্দ পৌর ছাত্রদলের সভাপতি আজিম ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
 সমাবেশে বক্তারা বলেন, দেশে কিছু গুপ্ত সংগঠন গোপন তৎপরতা চালিয়ে যাচ্ছে। তারা পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টি করে দায় চাপায় বিএনপি ও সহযোগী সংগঠনের ওপর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ১৭ বছরের আন্দোলনের ফলে গণঅভূত্থ্যানের পটভূমি তৈরি হয়েছিল। বিএনপি ৩৬ দিনে তৈরি হওয়া কোনো দল নয়। আমরা সতর্ক করছি আরেকবার যদি এই গুপ্তচক্র জাতীয়তাবাদী বিএনপি, সহযোগী সংগঠন ও ছাত্রদলের নামে মিথ্যা অপপ্রচার চালায়, তারেক রহমানকে নিয়ে কুটুক্তি করে তাহলে রাজপথে তাদের জবাব দেওয়া হবে। 
 বক্তারা আরও বলেন, আমরা কোনো মিথ্যা কলঙ্ক মেনে নেব না। ছাত্রদল কখনো বিশৃঙ্খলা সৃষ্টির রাজনীতি করে না। আমরা শিক্ষার সুষ্ঠু পরিবেশে বিশ্বাসী, মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। যারা গোপনে মব সৃষ্টি করে, তারা প্রকৃত শিক্ষা ও গণতন্ত্রের শত্রু। আমরা সরকার ও সংশ্লিষ্টদের কাছে দাবী জানাই এই গুপ্তচক্রকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।
 তারা বলেন, বিএনপি ও সহযোগী সংগঠন সন্ত্রাস, চাঁদাবাজ, ফ্যাসিস্টদের বিরুদ্ধে। ফ্যাসিস্টদের জায়গা ভারতে আর রাজাকারের জায়গা পাকিস্তানে। গুপ্ত সংগঠন জামায়াত শিবিরের অপপ্রচারের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলছে। দেশে যেসব ঘটনা ঘটছে এতে বিএনপি জড়িত নয়। বিএনপি ও সহযোগী সংগঠনের নামে অপপ্রচারের নিন্দা জানান বক্তারা।
এ সময় বক্তারা জামায়াত-শিবির ও এনসিপির কঠোর সমালোচনা করেন।
 বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা ছাত্রদলের সকল ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 রাজবাড়ীতে নির্মাণাধীন জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার
 মৎস্য সপ্তাহ উদযাপনের লক্ষ্যে রাজবাড়ীতে প্রস্তুতিমূলক সভা
বিএনপি ও অঙ্গ সংগঠনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
সর্বশেষ সংবাদ