ঢাকা মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
রাজবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৭-১৫ ০৪:৫৮:২১

 “ন্যায্য ও সম্ভবনাময় বিশ্বে পছন্দের পরিবার-গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 গতকাল ১৪ই জুলাই সকাল ১০টায় অফিসার্স ক্লাবে জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনার যৌথ আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 রাজবাড়ী পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক(ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইসতিয়াজ ইউনূসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার বক্তব্য রাখেন।
 রাজবাড়ী সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ এ এইচ মুহাম্মাদুল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, জেলা পরিবার পরিকল্পনার মেডিকেল অফিসার (সিসি) ও ডিষ্ট্রিক্ট কনসালটেন্ট(এফপিসিএস-কিউআইটি) ডাঃ মোঃ আশরাফুল ইসলাম বক্তব্য রাখেন।
 এ সময় রাজবাড়ী কোর্ট পুলিশ পরিদর্শক(ওসি) মোঃ জসিম উদ্দিন, রাজবাড়ী সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আবু আব্দুল্লাহ, সহকারী জেলা শিক্ষা অফিসার মোছাঃ শামসুন্নাহার চৌধুরী, সদর উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ অপু শিকদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পরিবার পরিকল্পনার জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তারাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
 প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, টেকসই উন্নয়ন এবং একটি সুষ্ঠু সমাজ গঠনে পরিবার পরিকল্পনার গুরুত্ব অপরিসীম। বিশেষ করে তরুণ সমাজকে সচেতন ও ক্ষমতায়ন করে সঠিক সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করলেই গড়ে উঠবে একটি ন্যায্য, স্বাস্থ্যবান এবং সম্ভাবনাময় বিশ্ব। জনসংখ্যা নিয়ন্ত্রণ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। এসময় পরিবার পরিকল্পনার গুরুত্ব তুলে ধরে মাঠ পর্যায়ে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।
 আলোচনা শেষে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবায় অবদান রাখায় শ্রেষ্ঠদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

 

 রাজবাড়ীতে নির্মাণাধীন জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার
 মৎস্য সপ্তাহ উদযাপনের লক্ষ্যে রাজবাড়ীতে প্রস্তুতিমূলক সভা
বিএনপি ও অঙ্গ সংগঠনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
সর্বশেষ সংবাদ