ঢাকা মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
মৎস্য সপ্তাহ উদযাপনের লক্ষ্যে রাজবাড়ীতে প্রস্তুতিমূলক সভা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৭-১৫ ০৪:৫৯:১২

রাজবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা গতকাল ১৪ই জুলাই অফিসার্স ক্লাব মিলনায়তনে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়।
 জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য ও জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা বক্তব্য রাখেন।
 এ সময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জুন বিশ্বাস, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামাল, জেলা তথ্য অফিসার রেখা ইসলাম ও সহকারী মৎস্য কর্মকর্তা বনি আমিন পিয়াসসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 জানা গেছে, আগামী ২২শে জুলাই থেকে ২৮শে জুলাই সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠিত হবে।

 

 রাজবাড়ীতে নির্মাণাধীন জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার
 মৎস্য সপ্তাহ উদযাপনের লক্ষ্যে রাজবাড়ীতে প্রস্তুতিমূলক সভা
বিএনপি ও অঙ্গ সংগঠনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
সর্বশেষ সংবাদ