ঢাকা মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
রাজবাড়ীতে মামলা প্রত্যাহার না করায় ১জনকে পিটিয়ে আহত
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৭-১৫ ০৪:৫৪:০৫

 চাঁদা দাবীর মামলা প্রত্যাহার না করায় সিদ্দিক শেখ(৪৫) নামে এক ডায়াগনস্টিক সেন্টারের মালিককে প্রকাশ্যে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
 গতকাল ১৪ই জুলাই দুপুর দেড় টার দিকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালের এলাকার আল রাজী ডায়াগনস্টিক সেন্টারের সামনে সড়কে ঘটনা ঘটে।
 আহত সিদ্দিক শেখ রাজবাড়ী সদর উপজেলার কাজীবাঁধা গ্রামের আহম্মদ আলী শেখের ছেলে ও আল রাজী ডায়গনস্টিক সেন্টারের মালিক। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 আহত সিদ্দিক বলেন, আল রাজী ডায়াগনস্টিক সেন্টারের ব্যবসা করতে হলে আমাকে চাঁদা দিতে হবে। চাঁদা না দেওয়ায় হুমকিসহ তুলে নিয়ে যায়। এ ঘটনায় গত ৩ মাস পুর্বে আদালতে মামলা দায়ের করা হয়। এ মামলা প্রত্যাহার না করায় গতকাল ১৪ই জুলাই দুপুরে সন্ত্রাসীরা ডিজিটাল ক্লিনিকের মালিক সায়েক মোঃ জিয়াসহ তাদের লোকজন এসে আমাকে এলোপাথারী পিটিয়ে আহত করে। স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখে আমাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
 রাজবাড়ী জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ শাওন দে সরকার বলেন, স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
 রাজবাড়ী সদর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ রাসেল মোল্লা বলেন, ঘটনার বিষয়টি জানতে পেরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 রাজবাড়ীতে নির্মাণাধীন জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার
 মৎস্য সপ্তাহ উদযাপনের লক্ষ্যে রাজবাড়ীতে প্রস্তুতিমূলক সভা
বিএনপি ও অঙ্গ সংগঠনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
সর্বশেষ সংবাদ