রাজবাড়ী জেলা জজ শীপে কর্মরত সেরেস্তাদার শাহজাহান মৃধা(৫৯) ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল ১৪ই জুলাই সকাল ৯টার দিকে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শাহজাহান মৃধা রাজবাড়ী পৌরসভার ভবানীপুর এলাকার কেসমত মৃধার ছেলে। তিনি রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাংশা সিনিয়র সহকারী জজ আদালতের সেরেস্তাদার হিসেবে কর্মরত ছিলেন। এর আগে দীর্ঘদিন জজ কোর্টের পেশকার হিসেবে সুনামের কাজ করেছেন। তার এই মৃত্যুতে রাজবাড়ীর কোর্ট অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে শাহজাহান মৃধার মৃত্যুর কারণ হিসেবে চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছেন পরিবারের সদস্য ও স্বজনরা। তাদের দাবী চিকিৎসকের অবহেলার কারণে শাহজাহান মৃধার মৃত্যু হয়েছে। চিকিৎসকরা ঠিক মতন চিকিৎসা দিলেই তিনি বেঁচে থাকতেন বলে দাবী পরিবারের।
শাহজাহান মৃধার শ্যালক এডভোকেট নজরুল ইসলাম লাবলু বলেন, আমার দূলাভাই সকাল পৌনে ৮টার দিকে বাসায় অসুস্থ হয়ে গেলে তাকে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। জরুরী বিভাগে নিয়ে আসলে তাকে শুধু অক্সিজেন দেওয়া হয়েছিল। অন্য কোন চিকিৎসা দেওয়া হয়নি। কিছুক্ষণ অক্সিজেন দেওয়ার পর জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক অক্সিজেন খুলে তাকে বেডে দিয়ে দিতে বলে। তখন আমার আপা অক্সিজেন খুলতে মানা করে। তারপরও তারা অক্সিজেন খুলে বেডে নিয়ে যেতেই আমার দূলাভাই মারা যায়। সম্পূর্ণ দায়িত্ব অবহেলার কারণে আমার দূলাভাই মারা গেছে। যাদের দায়িত্ব অবহেলায় আমার দূলাভাই মারা গেলো তাদের বিচার চাই আমি।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শেখ মোঃ আব্দুল হান্নান বলেন, সকাল ৮টার দিকে শাহজাহান মৃধা নামের ওই রোগীকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। জানা যায় রোগীর বুকে ব্যাথা ছিলো ও শ্বাসকষ্ট হচ্ছিল। মূলত হার্ট এ্যাটাক ও শ্বাসকষ্টের কারণে ওই রোগীর মৃত্যু হয়েছে। যেহেতু চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনে দায়িত্ব অবহেলার বিষয়টি উঠে আসলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানা গেছে, শাহজাহান মৃধা প্রথম জানাযার নামাজ বাদ জোহর রাজবাড়ী জজ কোর্ট প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাযা বিকেল ৩টায় ভবানীপুর ফুড অফিস মসজিদে এবং তৃতীয় জানাজা পৈতৃক নিবাস মূলঘর ইউনিয়নের গোপালপুর গ্রামে বাদ আছর অনুষ্ঠিত হয়। জানাযা শেষে গ্রামের বাড়ীতে তাকে দাফন করা হয়।
রাজবাড়ীর আদালত চত্বরে অনুষ্ঠিত প্রথম জানাযায় সিনিয়র জেলা ও দায়রা জজ জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ সিরাজ জিন্নাত, রাজবাড়ী আদালতের জিপি এ্যাডঃ এএনএম শহিদুল ইসলাম, জেলা বার এসোসিয়েশনের সভাপতি এডঃ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক ও আদালতের পিপি এডঃ আব্দুর রাজ্জাকসহ রাজবাড়ী জজ কোর্ট কোর্টের অন্যান্য বিচারক, জেলা বারের আইনজীবী, জজ কোর্টের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।