ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
পাংশার সেনগ্রামপাড়া মহিলা দাখিল মাদরাসা পরিদর্শনে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা
  • মোক্তার হোসেন
  • ২০২২-১২-০৭ ১৩:১৫:১৮

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ গতকাল ৭ই ডিসেম্বর দুপুরে উপজেলার হাবাসপুর ইউপির সেনগ্রামপাড়া মহিলা দাখিল মাদরাসা পরিদর্শন করেন।
  জানা যায়, গতকাল বুধবার দুপুর ১২টার সময় সেনগ্রামপাড়া মহিলা দাখিল মাদরাসা পরিদর্শনে যান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ। মাদরাসায় শিক্ষকদের হাজিরা বই পর্যবেক্ষণসহ মাদরাসার শিক্ষকমন্ডলী, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ ও সেখানে উপস্থিত লোকজনের সাথে শিক্ষার মনোন্নয়ন এবং মাদরাসায় শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন তিনি।
  পরিদর্শনকালে মাদরাসার সুপার মোঃ আবেদ আলী, মাদরাসার দাতা সদস্য বক্সো মোল্লা, পরিচালনা কমিটির সদস্য মজিবর রহমান মোল্লাসহ পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
  মাদরাসার সুপার মোঃ আবেদ আলী জানান, এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিদের উদ্যোগে ২০০৩ সালে মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে মাদরাসাটি সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে। এবছর শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে মাদরাসাটি। শুধু এবছর নয় পরপর ৪বছর মাদরাসাটি শতভাগ পাসের ধারাবাহিকতা বজায় রেখেছে। এর আগেও একাধিক জিপিএ-৫ সহ শতভাগ পাসের সাফল্য অর্জন করে মাদরাসার ছাত্রীরা।
  মাদরাসা সুপার মোঃ আবেদ আলী আরো বলেন, জনৈক আব্দুল মান্নান সরদার মাদরাসার কার্যক্রম ব্যাহত করতে গভীর ষড়যন্ত্র করছে। মাদরাসা প্রতিষ্ঠাকালীন সময় থেকে অদ্যবধি মান্নান সরদারের কোন সহযোগিতা বা অবদান নেই।

 

বালিয়াকান্দির নতুনচরে বাল্যবিয়ে পন্ড বরের জরিমানা॥কনের পিতা কারাগারে
কালুখালী উপজেলা পরিষদের নির্বাচনে উত্তাপ নেই চেয়ারম্যান প্রার্থী টিটো চৌধুরী সুবিধাজনক অবস্থানে
আসন্ন পাংশা উপজেলা নির্বাচন উপলক্ষ্যে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
সর্বশেষ সংবাদ