রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল ১৫ই ডিসেম্বর বিকালে সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সুলতানপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শামীম মোল্লার সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক পান্নু মিয়ার সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, উদ্বোধক হিসাবে রাজবাড়ী সদর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান শরীফ, প্রধান বক্তা হিসাবে সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও আলীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শওকত হাসান, বিশেষ অতিথি হিসাবে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এডঃ ইয়াসির আরাফাত রামিম, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবুল হোসেন শিকদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান হাফিজ, সুলতানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুজ্জামান রুমি, সাধারণ সম্পাদক লুৎফর রহমান চুন্নু, রাজবাড়ী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদ আহম্মেদ হিরু, জেলা যুবলীগের সদস্য নিমাই দত্ত ও সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নজের মওলা নজু প্রমুখ বক্তব্য রাখেন।
সম্মেলনে মোঃ শামীম বেপারীকে সভাপতি ও মোঃ পান্নু মিয়াকে সাধারণ সম্পাদক করে সুলতানপুর ইউনিয়ন যুবলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।