ঢাকা রবিবার, জুলাই ৬, ২০২৫
পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্টে মাদারীপুরে ৭টি অবৈধ ইটভাটাকে সাড়ে ১৬ লক্ষ টাকা জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-১২-২২ ১৪:২০:৫১

পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে গতকাল ২২শে ডিসেম্বর পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওরীন হকের নেতৃত্বে মাদারীপুর জেলার সদর উপজেলার পাঁচখোলা নামক এলাকায় বিদ্যমান অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩(সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে ৭টি ইট ভাটায় অভিযান চালিয়ে মোট ১৬ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায়সহ ১টি ইটভাটার কিছু অংশ ভেঙ্গে ফেলা। মোবাইল কোর্ট অভিযানে পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। অভিযানে প্রসিকিউশন দাখিল করেন পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ জাহিদ হাসান। এ সময় উপস্থিত থেকে সহযোগিতা প্রদান করে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ। মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার এবং ইট প্রস্তুতে অবৈধভাবে মাটি ও কাঠের ব্যবহার না করার জন্য নির্দেশ প্রদান করা হয়।

বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদের কমিটি পুনর্গঠন
চার দিনের রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য মমতাজ কারাগারে
সারাদেশের আদালতে হেল্পলাইন চালুর নির্দেশ
সর্বশেষ সংবাদ