ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ফরিদপুরে নানা আয়োজনে পল্লীকবি জসিম উদ্দীনের ১২০তম জন্ম বার্ষিকী পালিত
  • খালেদা ইয়াসমিন লিপি
  • ২০২৩-০১-০১ ১৩:৩৮:২৪

 ফরিদপুরে নানা আয়োজনে পল্লীকবি জসিম উদ্দীনের ১২০তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।

   গতকাল ১লা জানুয়ারী সকালে ফরিদপুর শহরতলীর অম্বিকাপুরে পল্লীকবির কবরে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক ও জসিম ফাউন্ডেশনের সভাপতি কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোঃ শাহজাহান, জসিম ফাউন্ডেশন, আনছার উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বীর মুক্তিযোদ্ধারা। পরে কবির বাড়ীর আঙ্গিনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাঃ তাসলিমা আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোঃ শাহজাহান, অধ্যাপক এম.এ সামাদ, অধ্যাপক মোঃ শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহ নেওয়া প্রমুখ বক্তব্য রাখেন।
   উল্লেখ্য, পল্লীকবি জসিম উদ্দীন ১৯০৩ সালে ফরিদপুরের সদর উপজেলার তাম্বুলখানা গ্রামের মামা বাড়ীতে জন্মগ্রহণ করেন।

ফরিদপুরে নানা আয়োজনে পল্লীকবি জসিম উদ্দীনের ১২০তম জন্ম বার্ষিকী পালিত
রাজবাড়ীর পদ্মায় নেট দুয়াড়িতে ধরা পড়ল মহাবিপন্ন প্রাণী কুমিরের বাচ্চা
৫০ হাজার বিয়ে পিছিয়ে দিলো করোনা
সর্বশেষ সংবাদ