ঢাকা রবিবার, মে ১১, ২০২৫
পাংশায় কাজী আব্দুল মাজেদ একাডেমীতে বই বিতরণ উৎসব
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০১-০১ ১৩:৫২:১৮

 “লেখাপড়া শিখে মোরা, উঠবো হয়ে দেশের সেরা” প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ১লা জানুয়ারী রাজবাড়ীর পাংশায় কাজী আব্দুল মাজেদ একাডেমীতে বই বিতরণ উৎসব হয়েছে।
কাজী আব্দুল মাজেদ একাডেমীর প্রধান শিক্ষক মোহাম্মদ শাহাদত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা পৌরসভার সাবেক মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস ও পাংশা পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর খন্দকার রিপন বক্তব্য দেন।
এসময় কাজী আব্দুল মাজেদ একাডেমীর পিটিএ সভাপতি শেখ মোহাম্মদ সবুর উদ্দিন ও মাগুড়াডাঙ্গী কাজী আব্দুল মাজেদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাপ জান নেছাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজকে কাজী আব্দুল মাজেদ একাডেমীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মাতৃকণ্ঠ সম্পাদকের পিতার  ১৫তম মৃত্যু বার্ষিকী পালিত
দৌলতদিয়ায় ঢাকা-খুলনা মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৩জন গ্রেপ্তার
গোয়ালন্দে আ’লীগ নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ ও সমাবেশ
সর্বশেষ সংবাদ