রাজবাড়ীর পাংশায় প্রগ্রেসিভ আইডিয়াল একাডেমীতে গতকাল ১লা জানুয়ারী সকালে নবীন বরণ-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রগ্রেসিভ আইডিয়াল একাডেমীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনজুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান ও প্রধান বক্তা হিসেবে ডক্টর কাজী মোতাহার হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ তোফাজ্জেল হোসেন বক্তব্য রাখেন।
এছাড়া শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন প্রগ্রেসিভ আইডিয়াল একাডেমীর সহকারী শিক্ষক মিজানুর রহমান। পাঠ উদ্বোধন করেন প্রগ্রেসিভ আইডিয়াল ট্রাস্টের অর্থ সম্পাদক এইচএম জিলহাজ্ব।
অনুষ্ঠানে উপস্থাপনা করেন একাডেমীর ইংরেজী শিক্ষক হিলাল উদ্দিন এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রগ্রেসিভ আইডিয়াল হিফজুল কুরআন মাদরাসার হাফেজ মোঃ মোতালিব হোসেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের পাঠ্যবই বিতরণ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রগ্রেসিভ আইডিয়াল একাডেমীতে নতুন ভর্তি হওয়া ছাত্র ছাত্রীদেরকে রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠানে প্রগ্রেসিভ আইডিয়াল একাডেমীর শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।