ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
কালুখালীর মদাপুর ইউপির চেয়ারম্যান মজনু’র উদ্যোগে ৯ জন কৃষককে ‘কৃষি সংবর্ধনা’ প্রদান
  • আশিকুর রহমান
  • ২০২৩-০১-১২ ১৩:৪৪:৫৬

রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু’র উদ্যোগে ৯ জন কৃষককে ‘কৃষি সংবর্ধনা’ প্রদান করা হয়েছে।

   গতকাল ১২ই জানুয়ারী বিকালে গান্ধিমারা বাজারস্থ ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনু’র কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়। 
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, প্রধান আলোচক হিসাবে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. রফিকুল ইসলাম আজম, বিশেষ অতিথি হিসাবে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব, উপজেলা কৃষি অফিসার পূর্ণিমা হালদার, কালুখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিরুল ইসলাম, মদাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
 সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনু বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণসহ কৃষিতে টেকসই উন্নয়ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রান্তিক কৃষকদের কৃষি কাজে উদ্বুদ্ধকরণে এ ‘কৃষি সংবর্ধনা’র আয়োজন করা হয়েছে।

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ