ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠন ‘বরাট পেজ’-এর উদ্যোগে গতকাল ১৩ই জানুয়ারী বিকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চরবরাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান অতিথি হিসাবে জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার তাদের হাতে সম্মাননা সনদ ও উপহার তুলে দেন। এ সময় বরাট পেজ-এর এডমিন, সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন -মইনুল হক মৃধা।