ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
রাজবাড়ীর শহীদওহাবপুর ইউপিতে এমপি’র উদ্যোগে কম্বল বিতরণ
  • আসাদুজ্জামান নুর
  • ২০২৩-০১-১৩ ১৩:৫৩:৫৮

রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর উদ্যোগে গতকাল ১৩ই জানুয়ারী বিকালে সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের পশ্চিম রূপপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গরীব মানুষের মধ্যে কম্বল বিতরণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। 
  প্রীতি ফুটবল ম্যাচে শহীদওহাবপুর ইউনিয়ন ছাত্রলীগ ৩-২ গোলে ইউনিয়ন আওয়ামী লীগকে হারিয়ে বিজয়ী হয়। 
  শহীদওহাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ ফরিদ আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, অন্যান্য অতিথিদের মধ্যে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, যুগ্ম-সাধারণ সম্পাদক ফজলুর রহমান ফজলু, শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ ভূইয়া, সাবেক চেয়ারম্যান তোরাব আলী মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ