রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর উদ্যোগে গতকাল ১৩ই জানুয়ারী বিকালে সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের পশ্চিম রূপপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গরীব মানুষের মধ্যে কম্বল বিতরণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রীতি ফুটবল ম্যাচে শহীদওহাবপুর ইউনিয়ন ছাত্রলীগ ৩-২ গোলে ইউনিয়ন আওয়ামী লীগকে হারিয়ে বিজয়ী হয়।
শহীদওহাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ ফরিদ আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, অন্যান্য অতিথিদের মধ্যে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, যুগ্ম-সাধারণ সম্পাদক ফজলুর রহমান ফজলু, শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ ভূইয়া, সাবেক চেয়ারম্যান তোরাব আলী মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।