ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
রাজবাড়ী-২ আসনের এমপি’র পক্ষ থেকে কালুখালীতে শীতবস্ত্র বিতরণ
  • রাকিবুল ইসলাম
  • ২০২৩-০১-২৪ ১৫:১২:৩২

 রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম ও তার পুত্রজেলা আওয়ামী লীগের নেতা আশিক মাহমুদ মিতুলের পক্ষ থেকে কালুখালী উপজেলার মাঝবাড়ীতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
  গতকাল ২৪শে জানুয়ারী বিকালে উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় আওয়ামী লীগ নেতা তৌহিদুল ইসলাম তৌহিদ, কালুখালী উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও সাবেক সভাপতি মোঃ জাহিদুল ইসলাম সুমন, উপজেলা ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক হাসান মিয়া, যুবলীগ নেতা জহিরুল ইসলাম, ছাত্রলীগ নেতা শামীম, স্বপন ও তুষারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
  শীতবস্ত্র বিতরণকালে ছাত্রলীগ নেতা মোঃ জাহিদুল ইসলাম সুমন বলেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম ও তার সুযোগ্য পুত্র আশিক মাহমুদ মিতুলের দিক নিদের্শনায় আমরা কম্বল বিতরণ করছি। অসহায় মানুষের পাশে আমরা আছি এবং থাকবো।

 

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ