গতকাল ২৮শে আগস্ট বিকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের নগর সাঁওতায় বঙ্গবন্ধুকে নিয়ে লেখা এবং নজরুল ইসলাম পলাশের সম্পাদিত গীতি কবিতার বই ‘বঙ্গবন্ধু কথা বলে’ এর মোড়ক উন্মোচন করা হয়। এ সময় আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র মতিউর রহমান মজনু এবং চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হাসান রিন্টুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।