ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
বালিয়াকান্দিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী, গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-০৩-০৯ ১৪:০৭:১৫

 রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ শে মার্চ গণহত্যা দিবস ও ২৬শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৯ই মার্চ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান, উপজেলা প্রকৌশলী খন্দকার রাহাত ফেরদৌস, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম বিশ^াস, বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল বসু, নবাবপুর পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীর প্রমূখ বক্তব্য রাখেন।

 

পাংশা উপজেলা নির্বাচনে মোটর সাইকেল প্রতীকের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল-সভা
গোয়ালন্দে ছাত্রলীগের উদ্যোগে বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি
বেলগাছি বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা
সর্বশেষ সংবাদ