ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীর বসন্তপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৩-১১ ১৭:০৭:২০

প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর বাজারে দুটি ফার্মেসী ও একটি মুদি দোকানীকে ৯হাজার টাকা আর্থিক জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

  গতকাল ১১ই মার্চ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের তদারকি অভিযানে এ জরিমানা করা হয়।

  জরিমানাকৃত প্রতিষ্ঠান ৩টি হলো- আতিয়ার জেনারেল স্টোর, মেসার্স আনান ফার্মেসী ও বিশ্বাস ফার্মেসী।

  বিকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

  তিনি বলেন, রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কর্তৃপক্ষের সহায়তায় এবং জেলা ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দ ও জেলা স্যানিটারী ইন্সপেক্টরের অংশগ্রহণে এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়েছে। জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ