ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
গোয়ালন্দে প্রাথমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০৩-১৯ ১৭:১০:৫১

শপথ বাক্য পাঠ করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গোয়ালন্দ উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির সদস্যরা।

  গতকাল ১৯শে মার্চ বিকালে গোয়ালন্দ উপজেলা পরিষদের সভা কক্ষে এ শপথ বাক্য পাঠ করান জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা।

  অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন।

  অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ কবির হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম, রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইমাম ও গোয়ালন্দ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ বাবর আলীসহ কমিটির সকল নবনির্বাচিত সদস্য উপস্থিত ছিলেন।

  অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাসরিন আক্তার ইতি।

  উল্লেখ্য, আগামী ৪বছরের জন্য বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গোয়ালন্দ উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ