কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ও জঙ্গল ইউনিয়নের ২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে ডালের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল ৩রা সেপ্টেম্বর সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কক্ষে এই বীজ ও সার ((কৃষক প্রতি ৫ কেজি করে মাসকলাইয়ের ডালের বীজ এবং ৫ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার) বিতরণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাবিবুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম রঞ্জু ও মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।