ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
ফরিদপুরে রোটারী ক্লাবের পক্ষ থেকে ১শ’ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান
  • মাহবুব হোসেন পিয়াল
  • ২০২০-০৯-০৩ ১৫:১৬:৩৭
রোটারী ক্লাবের পক্ষ থেকে গতকাল ৩রা সেপ্টেম্বর ফরিদপুর সদর উপজেলার ডিক্রীর চর ইউনিয়নের বালিয়াকাডাঙ্গী এলাকার বন্যা কবলিত ১শ’ দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে -মাতৃকণ্ঠ।

রোটারী ক্লাবের পক্ষ থেকে ফরিদপুর সদর উপজেলার ডিক্রীর চর ইউনিয়নের বালিয়াকাডাঙ্গী এলাকার বন্যা কবলিত ১শ’ দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। 
  গতকাল ৩রা সেপ্টেম্বর বিকালে এই খাদ্য সহায়তা (পরিবার প্রতি ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ৩ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১টি সাবান ও ১ ডজন করে দিয়াশলাই) প্রদানকালে রোটারী ক্লাব অব ফরিদপুরের প্রেসিডেন্ট এডঃ গোলাম রব্বানী ভূঁইয়া রতন, রোটারীয়ান এডঃ তুষার কুমার দত্ত, নাজমা আক্তার, ডাঃ এনামুল হক, ডাঃ সালাউদ্দিন আহম্মেদ দিলীপ, এডঃ আলমগীর কবির ভূঁইয়া, শম্পা দাস, মাহমুদুল হোসাইন ও শামসুন্নাহার পপি প্রমুখ উপস্থিত ছিলেন।

মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
‘আল্পনায় বৈশাখ ১৪৩১’ বিশ্বরেকর্ড গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ
সদরঘাটে দুর্ঘটনা:৫ কর্মী পুলিশ হেফাজতে
সর্বশেষ সংবাদ