রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলাকে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসাবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল ২২শে মার্চ ভার্চুয়ালি সারাদেশে মুজিববর্ষ উপলক্ষে চতুর্থ পর্যায়ে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
চতুর্থধাপে বালিয়াকান্দি উপজেলায় ১২০টি পরিবারের মাঝে পাকাঘর হস্তান্তর করা হয়। এ নিয়ে বালিয়াকান্দি উপজেলায় প্রধানমন্ত্রী উপহার পেল ৫২০টি অসহায় পরিবার।
তথ্য অনুযায়ী ‘ক’ শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন পরিবার না থাকায় বালিযাকান্দি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসান, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্সমকর্তা নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লা, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ(তদন্ত) প্রাণবন্ধু বিশ্বাসসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।