রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল বৃহস্পতিবার সকালে ২০২০-২০২১ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্ত ৭০জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত কৃষি অফিসার কাজী এজাজুল করীম। অন্যান্যের মধ্যে যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস, অধ্যক্ষ মাওলানা মোঃ আওয়াবুল্লাহ ইব্রাহিম, অধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম ও সাংবাদিক মোঃ মোক্তার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রত্যেক কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার বিতরণ করেন অতিথিবৃন্দ।
পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির আয়োজন করে।